বেনাপোল সাদিপুর সীমান্ত থেকে আগ্নেঅস্ত্র ও গুলি উদ্ধার

Loading

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে আগ্নেঅস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যারা। এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

মঙ্গলবার(২৫ আগস্ট) দিবাগত রাতে বেনাপোল সাদিপুর সীমান্ত থেকে ৪৯ ব্যাটালিয়নের চেকপোষ্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাদিপুর সীমান্ত এলাকায় অস্ত্র নিয়ে দূর্বৃত্তরা সন্ত্রাসী কার্যকলাপের জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সাদিপুর সীমান্ত এলাকায় আভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে দূর্বৃত্তরা একটা ব্যাগ ফেলে কৌশলে পালিয়ে যায়। এসময় সে ব্যাগের মধ্যে থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি পাওয়া যায়।

বেনাপোল ৪৯ বিজিবি ব্যাটালিয়নের চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াব বিষয়টি নিশ্চিত করে আমাদের প্রতিনিধিকে বলেন,উদ্ধারকৃত পিস্তল ও গুলি বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।