প্রচ্ছদঅন্যান্যভুলেও যেসব অ্যাপ ইনস্টল করবেন না আপনার মোবাইলে ।
ভুলেও যেসব অ্যাপ ইনস্টল করবেন না আপনার মোবাইলে ।
সময় ডেস্কঃ গুগল প্লে স্টোরে এমন কিছু অ্যাপ রয়েছে, যেগুলো ইনস্টল করলেই বিপদে পড়তে পারেন। ফলে এগুলো কোনোভাবেই আপনার স্মার্টফোনে রাখা উচিত নয়। মূলত এগুলোর বেশির ভাগই গেমিং অ্যাপ। অ্যাপগুলো আপনার ফোনের নিরাপত্তাকে বিঘ্নিত করে। ফোনের গোপন তথ্য সব সময় ট্র্যাক করে থাকে এসব অ্যান্ড্রয়েড অ্যাপ।
জি নিউজ জানায়, এমন ২১টি অ্যাপ খুঁজে বের করেছে গুগল, যেগুলোর মধ্যে লুকিয়ে রয়েছে ম্যালওয়্যার। ডাউনলোডের সময় এই অ্যাপ্লিকেশন দাবি করে যে, এই অ্যাপ আপনাকে গেমিং এবং ভার্চুয়াল অভিজ্ঞতা প্রদান করবে।
দুশ্চিন্তার বিষয় হলো, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে এবং আপনার ইউপিআই পিনসহ যাবতীয় নিরাপত্তা মূলক তথ্য ট্র্যাক করে এই ধরনের অ্যাপ।
এই ধরনের বেশ কিছু অ্যাপ খুঁজে বের করেছে গুগল এবং সে গুলোকে মুছে ফেলা হয়েছে। তবে এখনও সন্দেহের তালিকায় রয়েছে ১৯টি অ্যাপ। দেখা গেছে, প্রায় আট মিলিয়নেরও বেশি ডাউনলোড হয়েছে বিপজ্জনক অ্যাপগুলো।
মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে এই ধরনের আকর্ষণীয় গেমিং অ্যাপের বিজ্ঞাপন দেখা যায়। যা দেখে ইউজাররা সহজে সেই গেম ডাউনলোড করার ইচ্ছা প্রকাশ করে।