প্রচ্ছদ ছবি যুবলীগের কম্বল নিয়ে পল্টনে কাড়াকাড়ি

যুবলীগের কম্বল নিয়ে পল্টনে কাড়াকাড়ি

Loading

রাজধানীর পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। এ সময় কম্বল নিয়ে কাড়াকাড়ি হয়।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রধান অতিথির বক্তব্য দিয়ে চলে যাওয়ার পর এ ঘটনা ঘটে।

শীতবস্ত্র বিতরণের শুরুতে অসহায় মানুষজন বিশৃঙ্খলা শুরু করে দেন। তারা কম্বল নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেন। যে যার মত পেরেছেন কম্বল নিয়ে টানাটানি করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনীতে পরশ বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও নতুন সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে। অথচ নির্বাচন বানচালে ব্যর্থ হয়ে বিএনপি এখন কালো পতাকা নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী। রোজার মাসে কষ্ট লাঘবের জন্যও নানান পদক্ষেপ নেয়া হয়েছে।