রাণীশংকৈলে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ।

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শিক্ষা কল্যান ট্রাস্টের উদ্যোগে ১৪ আগস্ট বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ২০১৮ সালের জেএসসি/জেডিসি/ প্রাথমিক/এবতেদায়ী বৃত্তিপ্রাপ্ত এবং ২০১৯ সালের এসএসসি/এইচএসসি সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ অর্জনকারী কৃতি ছাত্র-ছাত্রী ৫২১জনকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে এসিল্যান্ড সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ০৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান।

গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরিয়ার, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিক প্রমুখ। কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্বরুপ ক্রেষ্ট, বই ও কলম প্রদান করা হয়। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করে দেশ সেবায় নিয়োজিত থাকার পরামর্শ দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান শিক্ষক রাজেকুল ইসলাম ও সহকারি শিক্ষক মোশারফ হোসেন।