রাণীশংকৈলে র্যাবের হাতে ৪২২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার- ২
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রামপুর বাজারে মজিদের মুদির দোকানের সামনে থেকে গত ২৩ জুলাই বৃহস্পতিবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ অভিযান চালিয়ে ৪২২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতাফর করেছে। গ্রেফতারকৃতরা হলেন, পাশ্ববর্তী হরিপুর উপজেলার মহেন্দ্রগাঁও গ্রামের এস্তাব আলীর ছেলে নওশাদ আলী (২৪) এবং একই গ্রামের সাইব আলীর ছেলে মর্তুজা (২২)।
র্যাব ঐ রাতেই গ্রেফতারকৃতদের রাণীশংকৈল থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলা নং ১৯ তারিখ ২৪-৭-২০২০ খ্রিঃ
দিনাজপুর র্যাব-১৩ সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মামুন মাদকসহ দুই মাদক কারবারি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদেরকে ২৪ জুলাই শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে।