প্রচ্ছদ ছবি রানীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

রানীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

Loading

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই অগ্রগন্য ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।

এ উপলক্ষে এদিন সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে,ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, মহিলা ভাইসচেয়ারম্যান শেফালি বেগম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা আনোয়ারুল ইসলাম, তথ্য কর্মকর্তা হালিমা আকতার।

অতিথিরা ছাড়াও বক্তব্য দেন- মহিলা আ’লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, শিক্ষক মেহবুবা আকতার, প্রভাষক নাসরিন আকতার, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে নারী দিবসের গুরুত্ব তুলে ধরেন। তারা নারীশিক্ষার উন্নয়নে বেগম রোকেয়ার এবং নারীদের সার্বিক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথাও উল্লেখ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রেইনার শামীমা আক্তার।

দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন সংস্থা স্বেচ্ছাসেবি সংগঠন সহোযোগিতা করেন।