শিবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হল মহান বিজয় দিবস

Loading

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন, অভিবাধন সালাম গ্রহণ, কুচকাওয়াজ প্রদর্শন, জীবিত বীরমুক্তিযোদ্ধা শহীদ বীরমুক্তিযোদ্ধা পরিবারদের সংধর্বণার মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।শিবগঞ্জ উপজেলা চত্বরে অস্থায়ী শহীদ দেবীতে পুস্পস্তবক অর্পন করেন, স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা নির্বাহী অফিসার মো. শিমুল আকতার, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. শামসুল আলম শাহ, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারীবুল হক রাজিন, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব, উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন, উপজেলা বিএনপি ও এর সহযোগি সংগঠন, শিবগঞ্জ উপজেলা এনজিও ফোরামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন। এর আগে শিবগঞ্জ উপজেলা স্টেডিয়ামে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে মহান বিজয় দিবসের উদ্বোধন করা হয়।

এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বিজয় র‌্যালি ও শিবগঞ্জ উপজেলা স্টেডিয়ামে পুলিশ, আনসার-ভিডিপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও মুক্তিযুদ্ধাকালিন ডিসপ্লে প্রদর্শন করা হয়। এছাড়া শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে জীবিত বীরমুক্তিযোদ্ধা শহীদ বীরমুক্তিযোদ্ধা পরিবারদের সংধর্বণা ও আলোচনা সভা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. শিমুল আকতারের সভাপতিত্বে প্রধান ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র কারীবুল হক রাজিন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শামসুল আলম শাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শিউলী বেগম, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. আতাউর রহমানসহ প্রমূখ।