সাভার রাজাশনে সিরাজুল ইসলামের নামে প্রতারণার অভিযোগ ।

বিশেষ প্রতবেদক ঃ সাভারে বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণার অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম নামে এক প্রতারকের বিরুদ্ধে।
সাভার পৌর এলাকার উত্তর রাজাশনে “কোরিয়ান ভাষা শিক্ষা কোচিং সেন্টার” নামে একটি প্রতিষ্ঠান খুলে চলছে এই প্রতারণা ব্যবসা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সাভারের উত্তর রাজাশনের দারোগা মার্কেটের পাশে শ্যামল কোড়াইয়ার মালিকানাধী বাসায় কয়েকটি কক্ষ ভাড়া নিয়ে , ট্রেনিং সেন্টার খুলেছে সিরাজুল ইসলাম। সেখানে বসেই নিজেকে সচিবালয়ের বড় কর্মকর্তা পরিচয় দিয়ে তিনি শুরু করেছেন প্রতারণার ব্যবসা । বিদেশে লোক পাঠানোর নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে।
মো: শামিম নামে এক ভুক্তভোগী জানান, গত জানুয়ারীতে ১ লক্ষ ৩০ হাজার টাকার মাধ্যমে দুই মাসের ট্রেনিং এর পর জাপান পাঠানের চুক্তি হয় ওই প্রতিষ্ঠানের মালিক সিরাজের সাথে। এরই মধ্যে প্রশিক্ষণ ও আনুষাঙ্গিক খরচ বাবদ তার কাছ থেকে নেওয়া হয় ৩০ হাজার টাকা। বিদেশে যাওয়ার সময় বাকি ১ লক্ষ টাকা পরিশোধের চুক্তি হয় তার সাথে। এরপর নির্ধারিত সময়ে বিদেশ পাঠাতে না পারলেও পরিশোধিত টাকা ফেরত দিতে এখন গড়িমষি শুরু করেছে সিরাজ।
এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে এই প্রতিবেদকের কাছে সিরাজের বিরুদ্ধে বিদেশে লোক পাঠানের নামে প্রতারণার অভিযোগ করেন আরো কয়েকজন ভুক্তভোগী। এছাড়া অভিযুক্ত সিরাজের সাথে এ ব্যাপারে কথা বলতে চাইতে সাংবাদিকদের মামলার ভয়ভীতি দেখান তিনি। এছাড়া তার ছবি তুলতে গেলে সাংবাদিককে দেখে নেওয়ার হুমকিও দেয় এই প্রতারক।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়ে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।