সাভার হেমায়েতপুরে সেপটিক ট্যাঙ্কি বিস্ফোরনে অগ্নিদগ্ধ সহ আহত ৪ । ভিডিও সহ ।

বিপ্লব সাভার ঃ সাভারে একটি নির্মাণাধীন একতলা বাড়িতে সেপটিক ট্যাঙ্কি বিস্ফোরনে চার জন অগ্নিদগ্ধসহ আহত হয়েছে অন্তত ১০ জন।
শনিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় জনৈক দুলাল মিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুরে ওই নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাঙ্কির ভিতরে গ্যাস জমেছে কিনা তা দেখতে গিয়ে ম্যাচের খাটি দিয়ে আগুন জ্বালানোর সময় সেপটিক ট্যাঙ্কি বিকট শব্দে বিস্ফোরণ হয় । এতে চার নির্মাণ শ্রমিক দগ্ধসহ আহত হয় অন্তত  ৭ জন। এদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে তারা হলেন , দুলু মিয়া(৪৫) পিতা-মন্সুর আলী ,গ্রাম- কুসামত , থানা গঙ্গারচর, জেলা- রংপুর , মোঃ খোশেদ আলম (৩০),পিতা- মজাম্মেল বেপারী , গ্রাম- গাছাবাড়ি , জেলা – গাইবান্দা ও রাব্বি (১৮) পিতা- আঃ আজীজ ,গ্রাম- মাস্কাটা , থানা – হিজলা, জেলা- বরিশাল ।  পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানিয় হেমায়েতপুরের জামাল ক্লিনিয়ে ভর্তি করে । এদের মধ্যে দুলু মিয়ার অবস্থা আশঙ্কাজনক ।
এবেপারে বাড়ির মালিকের সাথে কথা বলতে চাইলে তিনি এই বিষয়ে কোন কথা বলতে রাজী হয়নি ।
এঘটনায় টেনারী ফাঁড়ীর ভারপ্রপ্ত কর্মকর্তা মোঃ এবারত হোসেন ঘটনা স্থলে এসে পরিদর্শন করেন তিনি বলেন তদন্ত করে ওই বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।