সাভারে জাগরণী থিয়েটার ও স্বপ্নস্বর আবৃত্তি সংগঠনের শীত বস্ত্র বিতরণ

Loading

স্টাফ রির্পোটার: ‘শীতার্ত মানুষের পাশে সংস্কৃতিকর্মীরা’ স্লোগানে সাভার সরকারি কলেজ মাঠ, ভাগলপুর ক্যাম্পাসে শীত বস্ত্র হিসেবে কম্বল ও স্যুয়েটার বিতরণ করে জাগরণী থিয়েটার ও স্বপ্নস্বর আবৃত্তি সংগঠন।সুস্থ্য ধারার সাংস্কৃতিক চর্চার পাশাপাশি মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো সংগঠন দুটি। এসময় সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি কাদের তালুকদার, জাগরণী থিয়েটারের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ কুমার দাস, জাগরণী থিয়েটার ও সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অভিনেতা স্মরণ সাহা, স্বপ্নস্বর আবৃত্তি সংগঠনের সভাপতি শাহানা জাহান সিদ্দিকা, সাংবাদিক মো. আজিম উদ্দিনসহ সংস্কৃতিকর্মীগণ উপস্থিত ছিলেন। প্রতিবছর শীতার্ত মানুষের পাশে দাড়াঁয় জাগরণী থিয়েটার।

এ প্রসঙ্গে জাগরণী থিয়েটার ও সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অভিনেতা স্মরণ সাহা বলেন ‘আমরা বিশ্বাস করি মানুষ মানুষের জন্য। দু:খী মানুষের পাশে দাড়ঁনো আমাদের সবার উচিত। আর্ত- মানবতার সেবায় বিত্তবানসহ প্রতিটি মানুষের ক্ষমতা অনুযায়ী এগিয়ে আসা উচিত। আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা করেছি। সকলের আন্তরিকতায় ভবিষ্যতে আরও বড় পরিসরে সহযোগিতা করতে চাই।’ একই স্থানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সাভার প্রথম আলো বন্ধুসভা।