সাভারে ধলেশ্বরী শাখা নদীতে নিখোঁজ তিন কলেজ ছাত্রের লাশ উদ্ধার ।ভিডিও সহ।

বিপ্লব সাভার ঃ সাভারে ধলেশ্বরী শাখা নদীতে নিখোঁজ তিন কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।
রবিবার ধলেশ্বরী শাখা নদীর ব্যাংটাউন নামা গেন্ডা থেকে আকাশ, বলিয়ারপুর এলাকা থেকে মেহেদী হাসান ও তুরাগ নদীর গাবতলী থেকে রাজনের লাশ উদ্ধার করে সাভার ফায়ার সার্ভিস কর্মীরা ।

গতকাল শনিবার দুপুর ১২ টায় রাজধানীর ধানমন্ডী আইডিয়াল স্কুল এন্ড কলেজের ১২ জন শিক্ষার্থী সাভারে ধলেশ্বরী শাখা নদীর বাড়ইগ্রামে নদীতে গোসলে নামে। পরে সবাই সাতরে নদীর তীরে উঠলেও ওই তিনজন উঠতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের ডুবরি দল নিখোজদের উদ্ধার অভিযানের কাজ শুরু করে। পরে আজ রবিবার ধলেশ^রী নদীর নামা গেন্ডা এলাকায় আকাশ এর লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তার লাশ উদ্ধার করা হয় । এছাড়া ১২ টার দিকে ধলেশ^রী নদীর বলিয়ারপুর এলাকা থেকে মেহেদী হাসানের লাশ উদ্ধার ও তুরাগ নদীর গাবতলী এলাকা থেকে রাজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
পরে লাশগুলো সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশিচত করে সাভার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার লিটন আহমেদ বলেন নিখোঁজ তিন কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।