সাভারে পতিত জমিতে ফসল ফলিয়ে, গরীবদের মাঝে বিতরণ করলেন চেয়ারম্যান ফখরুল আলম সমর

Loading

বিপ্লব সাভারঃ আঙিনা ও পতিত জমিতে ফসল ফলিয়ে সে ফসল গরীবদের মাঝে বিতরণ করলেন তেঁতুলঝোড়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান ফখরুল আলম সমর।

কৃষি মন্ত্রণালয় করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিকালীন কৃষি উৎপাদন ও বিপণন ব্যবস্থা অব্যাহত রাখতে কৃষকসহ সাধারণ জনগণকে বেশকিছু নির্দেশনা দিয়েছিলেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। এতে বলা হয়, করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে খাদ্য উৎপাদন বাড়াতে হবে।

বসতবাড়ির আঙিনাসহ সব পতিত জমিতে শাকসবজি, ফলমূল ও অন্য ফসলের চাষ করতে হবে।

আর সেই সূত্র কে কাজে লাগিয়ে তেঁতুলঝোড়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব ফখরুল আলম সমর, তাহার আশেপাশে পরিত্যক্ত জায়গাগুলোতে বিভিন্ন ধরনের সবজি চাষ যেমন লাউ ,পেঁপে, কলা, সিম ও বিভিন্ন প্রকার সবজি চাষ করেছিলেন, আর এতে তিনি ভালো মানের সবজি ও পেয়েছেন।

শুক্রবার সকালে তিনি সেসকল সবজি অসহায় দরিদ্র দের হাতে তুলে দেন, এসময় তিনি বলেন, করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ মোতাবেক আমি আমার এলাকার পরিত্যক্ত জমিগুলোতে ফসল ফলিয়েছি, এবং ভালো মানের ফসল পেয়েছি,আর পরিত্যক্ত জায়গা গুলোতে কোন সারের প্রয়োজন হয়নি । এই সবজি গুলো আমি হতদরিদ্র গরিব মানুষের হাতে তুলে দিতে পেরে অনেক খুশি ।

এ সময় তিনি অনুপ্রাণিত হয়ে বাড়ির আঙিনা ও পরিত্যক্ত স্থানে সকলকে ফসল চালানোর আহ্বান জানান ।