সাভারে বর্জ্য অব্যবস্থাপনা রোধের দাবিতে আলোচনা সভা

Loading

সাভার প্রতিনিধি: সাভারে বর্জ্য-আবর্জনার অব্যবস্থাপনা রোধে বর্জ্য অপসারণের জন্য নির্ধারিত জমি অধিগ্রহণের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাভার থানা বাসস্ট্যান্ডের একটি মিলনায়তনে “সাভারের বর্জ্য অব্যবস্থাপনা রোধে করণীয়” শীর্ষক আলোচনা সভার আয়োজন করে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন।

সবুজ আন্দোলন সাভার থানার যুগ্ম-আহ্বায়ক লায়ন মাহফুজ-উল-হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সরদার।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ধামরাই উপজেলার সহ-সভাপতি অভিনেতা আব্দুর রহিম খান মন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাভার থানা কমিটির সদস্য সচিব ওমর ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাদ্দাম হোসেন, ধামরাই উপজেলা কমিটির সভাপতি শাহীন আলম, সাধারণ সম্পাদক গোবিন্দ বল জয়, সাভার থানার যুগ্ম-আহ্বায়ক মহসিন আলম খান, আলোকিত বাংলাদেশের পত্রিকার স্থানীয় প্রতিনিধি জাহিন সিংহ।

এ সময় সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন, ঢাকা সিটির বর্জ্য সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর বাজারের পাশে ফেলা হলেও সাভারের বর্জ্য অপসারণের জন্য সুনির্দিষ্ট কোনো জায়গা নেই। সাভারসহ বাংলাদেশের সকল শিল্পাঞ্চল এলাকার জন্য বর্জ্য অপসারণে জায়গা বরাদ্দ করা এখন সময়ের দাবি।

সাভার পৌরসভা কর্তৃপক্ষের আন্তরিকতা থাকলে এতদিনে বর্জ্য অপসারণের জন্য জায়গা অধিগ্রহণ সম্ভব হতো। আগামীতে সাভার উপজেলার জনগণকে বিশুদ্ধ পানি সংকটে ভুগতে হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।