সাভারে ভাকুর্তা ও তেঁতুলঝোড়া ইউনিয়নে দখল হয়ে যাওয়া ঐতিহ্যবাহী খাল পুনঃখনন শুরু (ভিডিও)
স্টাফ রিপোর্টার: সাভারে ভাকুর্তা ও তেঁতুলঝোড়া ইউনিয়নে দখল হয়ে যাওয়া ঐতিহ্যবাহী ভাকুর্তা ও যাদুরচর সরকারী খাল পুনঃখনন মুক্ত শুরু হয়েছে।
সোমবার দুপুরে পানিসম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে এই সরকারী খাল পুনঃখনন মুক্ত কাজের উদ্বোধন করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল আলম সমর। দীর্ঘদিন পরেও হলেও খালটি পুনঃখনন কাজ শুরু হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
এলাকাবাসী জানায়,ভাকুর্তা ও যাদুরচর এলাকার ওই খালটি দখল হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে এলাকাবাসী সামান্য বৃষ্টিতে নানা দুর্ভোগ সহ জলাবন্ধতায় ভুগছিলেন পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিত্বে খালটি আজ থেকে পুনঃখননের কাজ শুরু হলো। দীর্ঘ তিন’শ ফিটের এই খালটি পুনঃখননের কাজ শুরু হওয়ায় খালটির সৌন্দর্য ফিরে আসবে বলে মনে করেন এলাকাবাসী। এসময় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর বলেন,দেশরত্ম শেখ হাসিনার সরকারের নির্দেশনায় জনস্বার্থে পানির অবাধ প্রবাহ বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার তেঁতুলঝোড়া ইউনিয়ন। নতুন করে কেউ খাল দখল করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়ে বলেও জানান তিনি।
খালটি পুনঃখননে এসময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী নুরুল আমিন,ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম,তেঁতুলঝোড়া ইউনিয়নের ইউপি সদস্য শাহ্আলম,ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল বাতেন,ইউপি সদস্য ইয়াকুব আলী পলাশ,সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজু আহমেদসহ আরো অনেকে।