সাভারে শুরু হল বিডি ক্লিন এর ময়লা-আর্বজনা পরিস্কার কর্যক্রম(ভিডিও) ১০/১০/২০২০ বিপ্লব,সাভার ঃ পরিছন্নতা শুরু হোক আমার থেকেই,এই শ্লোগানকে সামনে রেখেই সাভারে শুরু হল বিডি ক্লিন এর ময়লা-আর্বজনা পরিস্কার কর্যক্রম। সাভারের রাজফুলবাড়ীয়া,পানপাড়াসহ কয়েকটি এলাকায় শুক্রবার সাকলে থেকে শরু করে দুপুর পর্যন্ত ময়লা-আর্বজনা পরিস্কার করে বিডি ক্লিন এর উদ্যেগে। এসময় তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা উক্ত ময়লা-আর্বজনা পরিস্কার কর্যক্রমের সাথে যুক্ত হয়ে সেচ্ছাশ্রমে কাজ করেন।পরে তারা আঞ্চলিক কয়েকটি সড়কের ময়লা পরিস্কার সহ বাস্তার পাশের ময়লার স্তুপ পরিস্কার করেন।ময়লা-আর্বজনা পরিস্কার কর্যক্রম অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,তেতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন,সাভার উপজেলা ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম,তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সুমন ইমতিয়াজ,আবির মাসুম,আমজাদসহ বিডি ক্লিন এর সাভার শাখার নেতৃবৃন্দ ও যুবলীগ ,ছাত্রলীগের অনেকে ।