সাভারের আমিনবাজারে ময়লাবাহী গাড়ির ধাক্কায় আহত ৫

Loading

নিজস্ব প্রতিবেদক ঃ অদ্য ১.৪৫ ঘটিকায় আমিনবাজারের অনলাইন ফিলিং স্টেশনের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এক সড়ক দুর্ঘটনা হয়।দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও বাসে থাকা যাত্রীরা হুড়মুড় করে নামতে গিয়ে কয়েকজন মহিলা যাত্রী সামান্য আহত হন।তবে একটি টয়োটা প্রবক্স গাড়ির সামনের অংশ সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয় ।আমিনবাজার থেকে সাভার গামী অগ্রদূত পরিবহনের একটি বাস পিছনে থাকা ক্যান্টনমেন্ট পরিবহনের অপর একটি বাসকে মাঝরাস্তায় হঠাৎ আড়াআড়িভাবে বেড়ীগেট দেয়। ক্যান্টনমেন্ট পরিবহনের ওই গাড়িটি ইমারজেন্সি ব্রেক করে মাঝরাস্তায় থেমে যায়। গাড়িটির পিছনে থাকা দুইটি প্রাইভেটকার একটি এলিয়ন অপরটি টয়োটা প্রোবক্স এমারজেন্সি ব্রেক করে । ঠিক তখনই পিছনে থাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লাবাহী একটি ট্রাক সময়মত ব্রেক না করে টয়োটা প্রবক্স গাড়িটির পিছনে ধাক্কা দেয় । এতে টয়োটা প্রবক্স গাড়িটির সামনের অংশ ক্যান্টনমেন্ট পরিবহনের বাসের পিছনের দিকে ঢুকে গিয়ে দুমড়ে-মুচড়ে যায় এবং গ্যাস সিলিন্ডার লিক করে শব্দ হতে থাকে ।

আমিনবাজার ট্রাফিক জোনের ট্রাফিক ইন্সপেক্টর কামরুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং দুর্ঘটনায় আহত গাড়িগুলোকে পর্যবেক্ষণ করেন।মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে ।