সাভারের আশুলিয়ায় সোয়েটার কারখানার গ্যাস হিটার মেশিন বিস্ফোরণে এক নারী শ্রমিক নিহত( ভিডিও)
বিপ্লব সাভার ঃ সাভারের আশুলিয়ায় একটি সোয়েটার কারখানার গ্যাস হিটার মেশিন বিস্ফোরণে এক নারী শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ১০ জনের বেশী মানুষ। এছাড়া পোশাক কারখানার দোতলা একটি ভবন ধ্বসে পড়েছে।মঙ্গলবার সকাল আট টার দিকে আশুলিয়া ইউনিয়নের গৌরিপুর ন্যাচারাল সোয়েটার ভিলেজ লিমিটেডে এঘটনা ঘটে। নিহত নারী শ্রমিকের নাম রিমা খাতুন (২০)।
ফায়ার সার্ভিস জানায় ওই পোশাক কারখানাটি নিয়ম না মেনে ঝুকিপূর্ণ ভাবে কারখানার ভিতরে গ্যাস সিলিন্ডার দিয়ে বয়লার চালাচ্ছিলেন। আজ সকালে হঠাৎ করে ঝুকিপূর্ণ গ্যাস হিটার মেশিনটি বিস্ফোরণ হলে কারখানার সামনে দিয়ে হেটে যাওয়া অন্তত ১০ জনের বেশী শ্রমিক আহত হয়। এসময় ঘটনাস্থলেই রিমা নামের এক নারী শ্রমিক নিহত হয়। এছাড়া পুরো দোতলা ভবনটি ধ্বসে পড়ে যায়। আহতদের দ্রæত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই জনকে নিবির পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ভর্তি করা হয়েছে তাদের দুজনের অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছে চিকিৎসকরা। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় স্থানীয় শ্রমিকরা ভবন মালিক ও কারখানা কতৃপক্ষের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেছেন।
ভবনটির মালিক আশুলিয়ার চাঁনগাও এলাকার রাজু আহমেদ। এদিকে কারখানা কতৃপক্ষ জানিয়েছে নিহত শ্রমিককে ক্ষতিপূরণ দেওয়া হবে।
এদিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় দোতলা ভবনের সিড়ি থেকে পড়ে রাইসা নামের দুই বছরের এক শিশু মারা গেছে।
এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ রিজাউল হক দিপু বলেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সিংক আনোয়ারুল হক জোন কমান্ডার সাভার জোন ফায়ার সার্ভিস।