সাভারের ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় ট্রাক চাপায় এক পথচারী নিহত । ভিডিও ।

বিপ্লব সাভার ঃ সাভার সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে ঢাকা আরিচা মহা-সড়কের হেমায়েতপুর মোল্লা সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায় রাজধানির গাবতলীর দিকে থেকে ছেরে আসা মালামাল বোঝাই একটি ট্রাক হেমায়েতপুর মোল্লা পাম্পের সামনে পৌছালে এসময় রাস্তা পারাপারের সময় এক পথচারী কে চাপাদেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত স্থানীয় জামাল ক্লিনিকে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও ট্রাকের ড্রাইভার ও হেলপার কে আটক করতে পারেনি।