এনামুল হক,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাইতানতলা বাজারে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকাল ৪ টায় সোনারায় ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির কার্যালয়ের সামনে জেলা কমিটির সদস্য ও ইউনিয়ন কমিটির সভাপতি বীরেন সরকার মিন্টু’ র নেতৃত্বে পিঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যে মূল্যের বৃদ্ধির প্রতিবাদে,হাট-বাজারে সরকারী মূল্যে কৃষকদের নিকট থেকে ধান ক্রয়,গৃহহীনদের গৃহ,ভূমিহীনদের খাস জমি,মজুরদের এককালীন ৫ লক্ষ টাকা, মাসিক পেনশন ৫০০০ টাকা ও ১শ ৫০ দিনের কাজের দাবিতে ভূমিহীন ও অসহায় দুঃস্থদের শতস্ফূর্ত অংশ গ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বিভিন্ন দাবি- দাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন , ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য চাঁন মিয়া,ওয়ার্কার্স পার্টির উপজেলা সভাপতি কৃষ্ণ চন্দ্র সরকার, ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ,সোনারায় ইউনিয়নের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম মানিক প্রমূখ।