সুন্দরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত

Loading

এনামুল হক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার দিবসটি পালন উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনপি, জাকের পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন পৃথক-পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করে। সংগঠন গুলো মিছিল সহকারে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক প্রদান করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

এছাড়া উপজেলা প্রশাসন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও ৩১ বার তোপ্পধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করেন। পরে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ, আনসার ও ভিডিপি, স্কাউট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে কুচ-কাওয়াজ, ডিসপ্লে, শারীরিক কসরত প্রদর্শন করা হয়। এর আগে স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।

পরে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও সোলেমান আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, উপজেলা প্রকৌশলী আবুল মনছুর, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমদাদুল হক বাবলুু, সিরাজুল ইসলাম, জাবেদ আলী মন্ডল, আব্দুল ওয়াহেদ প্রমূখ।