কাঠালিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফলক উন্মোচন

Loading

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ম্যুরাল প্রতিকৃতির ফলক উন্মোচন করা হয়েছে।

১৩/০৮/২০২০ইং তারিখ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে ভিডিও কনফারেনন্সের মাধ্যমে এ ফলকের আনুষ্ঠানি কভাবে উদ্ভোধন করেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, ১৪ দলীয় জোটের মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।

উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক ও ঝালকাঠি পৌর কাউন্সিলর বাবু তরুন কর্মকার, উপজেলা নির্বািহী অফিসার সুফল চন্দ্র গোলদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীরমুক্তি যোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, ঝালকাঠি পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, উপজেলা স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুজ্জামান, উপজেলা যুবলীগ সভাপতি ফাইজুল আলম সিদ্দিকি ফিরোজ, ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন ফরাজী, শিশির চন্দ্র দাস, মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদার, মো. রবিউল ইসলাম কবির সিকদার, মো. মাহমুদ হোসেন রিপন, মো. কামরুজ্জামান লিটন নকীব, বিআরডিবি চেয়ারম্যান মো. কাওসার আহম্মেদ জেনীভ সিকদারসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফলক উন্মোচনের পর বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদের রুহের মাকফেরত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ স্তম্ভে টেরিকোঠা টাইলস এর উপরে রয়েছে ১৯৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র স্বাধিকার আন্দোলন এবং মহান মুক্তিযোদ্ধের খন্ডচিত্র।

আগমী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে উপজেলা প্রশাসনসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান এ মুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন।