কালিয়াকৈরে অগ্নিকান্ডে ৬টি দোকান ভষ্মিভুত

Loading

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরের চাবাগান বাজারে আগুন লেগে ৬টি দোকান মালামালসহ ভষ্মিভূত হয়েছে।

সোমবার ভোর ৪ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

চাবাগান বাজারের দোকান মালিক আবুল হোসেন জানান, সোমবার ভোর চারটার দিকে নুরুল আমিনের কনফেকশনারী দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন আশপাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।

আগুনে নুরুল আমিনের কনফেকশনারী দোকান, শহিদুল ইসলাম মুদি দোকান, শাকিল হোসেনের

কম্পিউটারের দোকান, আবুল হোসেনের কনফেকশনারী, কবির হোসেন কনফেকশনারী ও এমারত হোসেনের টিভি ফ্রিজের শোরুমসহ ৬টি

দোকান আগুনে ভষ্মিভুত হয়ে যায়।

তবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনার পর কালিয়াকৈর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সম্পুর্ন ভাবে আগুন নেভায়। তবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আগুন লাগার সংবাদ জানাতে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে বার বার ফোন করলেও ফায়ার সার্ভিসের লোকজন ফোন রিসিভ না করায় তাদের ক্ষতির পরিমান বেশী হয়।

ফোন দেরীতে রিসিভ করার অভিযোগ অস্বীকার করেন, কালিয়াকৈর ফায়ার সার্ভিসে ষ্টেশন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। তিনি রাস্তার ভাল না

থাকায় কারনে ঘটনাস্থলে যেতে একটু সময় বেশী লেগেছে।