কোটা আন্দোলনের ওপর ভর করেছে বিএনপি:ওবায়দুল কাদের

oppo_0

Loading

বিএনপি কোটাবিরোধী আন্দোলনের ওপর ভর করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (৩রা) জুলাই বিকেলে সাভারের তেঁতুলঝাড়া ইউনিয়নের হেমায়েতপুর বাস স্ট্যান্ডে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে সমাবেশে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের আরো, ‘কোটাবিরোধী আন্দোলন গতবার ছিল, এখনও রয়েছে। বিএনপি এই আন্দোলনের ওপর ভর করেছে। কিন্তু পরের কাঁধে ভর দিয়ে আন্দোলন করে জয়ী হওয়া যায় না। খালেদা জিয়া ৩ হাজার পিস জামদানি শাড়ি দিয়ে এসে জানায় গঙ্গা চুক্তির কথা বলতে ভুলে গেছেন। কোন মুখে বিএনপি নেতারা এখন তিস্তার কথা বলেন?’

এসময় ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি,বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ এমপির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি,বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য,অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-১৯ আসনের এমপি মোঃ সাইফুল ইসলাম । সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মঞ্জুরুল আলম রাজীব।

ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম সমর। ঢাকা ১৯ এর সাবেক এমপি ডাক্তার এনামুর রহমান ।

আলোচনা সভায় সঞ্চালনায় ছিলেন, ঢাকা জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।