প্রচ্ছদ অর্থনীতি কোভিড-১৯ প্রতিরোধে মাগুরার শ্রীপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী...

কোভিড-১৯ প্রতিরোধে মাগুরার শ্রীপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

Loading

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : কোভিড-১৯ প্রতিরোধে ২০১৯-২০২০ অর্থ-বছরে এল,জি.এস,পি-৩ প্রকল্পের আওতায় মাগুরার শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্তরে এলাকার ১’শত ৫০ জন হতদরিদ্রদের মাঝে মাস্ক, বিøচিন পাউডার ও সাবানসহ বিভিন্ন ধরণের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে ।

শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান উপস্থিত থেকে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন । এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আব্দুল মালেক, শ্রীপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাকিবিল্লাহ, ইউ,পি সচিব মোঃ আকিদুল ইসলাম, ইউপি সদস্য ছব্দার শেখ, রজব আলী ও সাংবাদিক আশরাফ হোসেন পল্টু প্রমূখ ।

চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান এসময় বলেন, কোভিড-১৯ একটি ছোঁয়াচে সংক্রামণ রোগ । এটি দিনদিন সারা বিশ্বে ব্যাপক বিস্তৃতি লাভ এবং মহামারি রুপ ধারণ করেছে। তাই এর হাত থেকে বাঁচতে হলে মানুষকে সচেতন হতে হবে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে নিয়মিত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার করতে হবে।