ঢাকা ২ আসনে নৌকায় ভোট চেয়ে যুব লীগ নেতা কাইয়ুমের নেতৃত্বে গণ সংযোগ ও উঠোন বৈঠোক।

ঢাকা ২ আসনে নৌকা প্রতিকে বিজয়ী করতে সাধারন ভোটারদের কাছে ভোট চেয়ে গণ সংযোগ ও উঠোন বৈঠক করেছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন যুব লীগের নেতা কর্মীরা।
শুক্রবার সন্ধায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন যুব লীগের সভাপতি হাজী আব্দুল কাইয়ুম হোসেনের নেতৃত্বে খাদ্য মন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলামকে নৌকা প্রতিকে বিজয়ী করতে এলাকার সাধারন ভোটারদের মাঝে খাদ্য মন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলামের নৌকা প্রতিকে ভোট চেয়ে গণ সংযোগ ও উঠোন বৈঠক করেন।

পরে একটি গাড়ি বহর নিয়ে কয়েক শত যুব লীগের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে হেমায়েতপুর রিষি পাড়া এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাধারন ভোটারদের সাথে উঠোন বৈঠোক করেন।

আয়োজিত উঠোন বৈঠকে এসময় উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নের পর পর দুইবার নির্বাচিত ইউপি সদস্য হাজী মোঃ আইয়ুব আলী, সাভার থানা যুব লীগের সাধারন সম্পাদক, মোঃ নাসির হোসেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন যুব লীগের সভাপতি হাজী আব্দুল কাইয়ুম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।