প্রচ্ছদ অর্থনীতি তালতলীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

তালতলীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

Loading

তালতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার তালতলীতে মঙ্গলবার ২২৪ জন কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনার মধ্যে রয়েছে সবজি বীজ, সাইনবোর্ড ও নগদঅর্থ।

জানা গেছে, উপজেলার ৭ ইউনিয়নের ২২৪ জন কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে প্রতিজনকে সবজি বীজ, সবজি পুষ্টি বাগানের সাইনবোর্ড ও ১,৯৩৫ টাকা করে বিতরণ করা হয়। এ ছাড়াও এ অনুষ্ঠানে বরিশাল অ লের কৃষি উন্নয়ন প্রকল্পের সেরা ৫ প্রদর্শনী চাষীকে ৩ হাজার টাকা করে বিতরণ করেন।

এ উপলক্ষে এক অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রেজবী-উল-কবির জোমাদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান ও উপজেলা কৃষি অফিসার মোঃ অরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।