তালতলীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

Loading

তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপন করা হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২।

উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবসটি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ’মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা”। এ উপলক্ষে উপজেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।

উপজেলা পরিষদের পায়রা হল রুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা সিপিপির টিম লিডার মোঃ আলতাফ হোসেন হাওলাদারএর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ রেজবি-উল কবির জোমাদ্দার, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো: কাওছার হোসেন, বড়বগী ইউনিয়ন সিপিপির টিম লিডার মোঃ আলমগীর হোসাইন, ইউনিয়ন সহ-টিম লিডার মোঃ নুরুল-আমিন মুন্সি।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মোঃ আঃ গনি আকন, মোঃ আবুল হোসেন, মোঃ নয়ন ও শাহীন শাইরাজ প্রমুখ।