ধামরাইয়ে অপহৃত স্কুলছাত্রী ১২দিন পর উদ্ধার – অপহরণকারী আটক।

Loading

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি)ঃ ঢাকার ধামরাইয়ে হামিদা আফাজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির স্কুল ছাত্রীকে উদ্ধারসহ অপহরণের দায়ে আশিকুর রহমান আশিক (২৪) নামের এক অপহরণকারিকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (৩১অক্টোবর) রাতে নরসিংদী জেলার রায়পুরা থানার সওদাগর কান্দি এলাকা থেকে রাতে পুলিশ স্কুল ছাত্রী উদ্ধারসহ অপহরণকারীকে আটক করেছে। উদ্ধারকৃত স্কুল ছাত্রী ধামরাই কুশুরা টোপের বাড়ী হামিদা আফাজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী,মোসাঃ সুমাইয়া আক্তার (১৫)।

আটককুত অপহরণরকারী আশিকুর রহমান আশিকের বাড়ী নরসিংদী জেলার রায়পুরা থানার সওদাগরকান্দি গ্রামের মুত কাশেম আলীর ছেলে।

এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানাযায়, ধামরাই উপজেলার কুশুরা টোপের গ্রামের মোঃ শুকুর আলীর মেয়ে সে টোপেরবাড়ী হামিদা আফাজউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। গত ১৯/১০/১৯ তারিখে শনিবার স্কুল থেকে কৌশলে ডেকে একটি প্রাইভেটকার যোগে কুশুরা থেকে নরসিংদী জেলার রায়পুরা এলাকায় নিয়ে আটকে রাখে। এরপর বিকেলের দিকে সুমাইয়ার বাবা ও মা সুমাইয়াকে কোথায়ও খোজে না পেয়ে বিভিন্ন মানুষের কাছে বলতে থাকে । পরে কোথাও খুজে না পেয়ে ধামরাই থানায় মেয়ের মা বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করে। পরে পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে নরসিংদী জেলার রায়পুর উপজেলার সওদাগরকান্দি এালাকাথেকে তাকে আটক করে।

এই ব্যাপারে মেয়ের বাবা মোঃ শুকুর আলী এবং মা শাহানাজ বেগম বলেন,
আশিক আমার মেয়েকে কৌশলে ডেকে নিয়ে অপহরণ করেছে। এই অপহরণকারীর উপযুক্ত শাস্তি দাবি করছি।

এই ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ সুলতান আহম্মেদ বলেন, থানায় একটি অপহরণের মামলা হলে গোপন সংবাদের বিত্তিত্বে জানতে পারি অপহরণকারী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার সওদাগরকান্দি এলাকায় অবস্থান করিতেছে। তখন আমি আমার সঙ্গীয় ফোর্স নিয়ে নরসিংদী সওদাগরকান্দি এলাকা থেকে অপহরণ স্কুলছাত্রীসহ অপহরণকারীকে আটক করে ধামরাই থানায় নিয়ে আসি।

এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, অপহরনকারি আশিকুর রহমান আশিককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অপহরণের ৭/৩০ দারায় মামলা দিয়ে আজ সকালে কোটে প্রেরণ করা হয়েছে।