ধামরাই শতাধিক দরিদ্র ও ত্রতিমদের মাঝে কম্বল বিতরন

মোঃ সম্রাট আলাউদ্দিন.ধামরাই.ঢাকা. ঢাকার ধামরাইয়ে অসহায় দরিদ্র ও এতিমদের মাঝে শীতের কম্বল বিতরণ করেছে HK SOCIAL WELFARE SOCIETY ও নিরাপদ সড়ক চাই”ধামরাই উপজেলা কমিটি।বেলা ১১ টায় ধামরাই টিওটরিয়াল হোম বিদ্যালয়ের প্রাঙ্গনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহরের সুবিধা বঞ্চিত মানুষের ঢল নামে। সকলে বুক ভরা আকাঙ্খা নিয়ে একটি শীতের কম্বলের আশায় দূর দুরান্ত থেকে এসেছে।“সবার উপরে মানবতা’সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে এই কথাটিকে স্ম্রণ রেখে নিরাপদ সড়ক চাই ধামরাই কমিটির আয়োজিত অনুষ্ঠানে শতাধিক দরিদ্র পরিবার,ও এতিমদের মাঝে শীতের কম্বল প্রদানে উদ্বোধন করেন সম্মানিত প্রধান অতিথি এস এম আজাদ হোসেন(নিসচা)কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক । শীতবস্ত্র পেয়ে অন্ধ,প্রতিবন্ধীসহ সমাজের অবহেলিত বয়স্ক নারী পূরুষ এবং এতিম মাদ্রাসায় পড়ুয়া শিশু শীত বস্ত্র পেয়ে বুকে জরিয়ে আনন্দে আত্বহারা হয়ে উঠেছে।উক্ত, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃনাহিদ মিয়া এবং পরিচালনা করেন সাধারন সম্পাদক রিফাত প্রেমন।এ সময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ আলী কমিশনার,ও সাবেক কমিশনার তোবারক হোসেন কামাল(৪নংওয়ার্ড) কমিটির আইন সম্পাদক এডভোকেট আবুল কালাম মিজানুর রহমান,অনুষ্ঠনটির তত্বাবধানে ছিলেন, মোঃদেওয়ান নজরুল ইসলাম যুগ্ন-সাধারণ সম্পাদক, মোঃআদনান হোসেন, প্রকাশনা সম্পাদক,সাংগঠনিক সম্পাদক মোঃরাহিম, সহ-সভাপতি ইমরান হোসেন, গোপাল চন্দ্র সরকার, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম,মহিলা বিষয় সম্পাদক মোসাঃমুনিয়া আক্তার কার্যকরী সদস্য মোঃজাহিদ, ওসমান গণি, আলিম হোসেন, নাঈম খান প্রমূখ।