প্রচ্ছদ ছবি নাটোরের লালপুরে ১৪ বতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নাটোরের লালপুরে ১৪ বতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

Loading

মোঃ নাহিদুল ইসলাম নাহিদ নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার, বিলমাড়িয়া ইউনিয়নের মহারাজপুর নামক স্থানে। মোঃ চান্দু (৬০) পিতা মৃত দেলজার রহমান।

ধানের বস্তার মধ্যে১৪পিচ ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে, পুলিশের জিজ্ঞাসাবাদের জবাবে আসামি চান্দু বলেন মোঃ নাজিরুল ইসলাম (৫০)পিতা দুলাল ঘোষ এর বাড়িতে নিয়ে জাচ্ছিলেন।

লালপুর থানার ওসি মোঃ সেলিম রেজা জানান লালপুর থানার এসআই মোঃ ফজলুর ও খাইরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে বিকেল ৫ টার সময় ফেনসিডিলসহ চান্দু কে আটক করেন, পলাতক নাজিরুল সহ উভয়ের বিরুদ্ধে মাদকের মামলা দায়ের হয়েছে।