পত্রিকার ভুয়া ওয়েবসাইট তৈরির অভিযোগে গ্রেপ্তার ২

Loading

প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় পত্রিকার ওয়েবসাইটের আদলে নকল ওয়েবসাইট তৈরি করে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-২।

আজ বৃহস্পতিবার সকালে র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, রাজধানীর মোহাম্মদপুর ও গাজীপুরের টঙ্গী থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় জানায়নি র‍্যাব।। তাঁদের কখন গ্রেপ্তার করা হয়েছে, তাও জানানো হয়নি।

সংবাদমাধ্যমকে বিস্তারিত তথ্য জানাতে র‌্যাবের ব্রিফ করার কথা রয়েছে।

প্রথম আলোসহ বিভিন্ন নামে ভুয়া ওয়েবসাইট খোলার অভিযোগে আগে আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানায়, গত শনিবার রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে এনামুল হক নামের একজনকে তাঁরা গ্রেপ্তার করে। এনামুল নিজেকে পিএইচডি গবেষক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।