মান্দায় রাস্তার বেহাল দশা সংস্কার নেই দীর্ঘদিন

Loading

আপেল মাহমুদ ,নওগাঁ প্রতিনিধি :নওগাঁর মান্দা উপজেলার ফেরিঘাট হতে পাঁঠাকাটা পর্যন্ত রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এ রাস্তা দিয়ে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন ধরণের যানবাহন। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। এ অবস্থায় রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।স্থানীয়রা জানান, আত্রাই নদীর বন্যানিয়ন্ত্রণ এ বাঁধের সংস্কার নেই দীর্ঘদিন। ফলে রাস্তার পিচ উঠে গিয়ে ছোটবড় অনেক খানাখন্দের সৃষ্টি হয়েছে। দু’ধার ভেঙে গিয়ে সংকুচিত হয়ে পড়েছে পাকা রাস্তাটি। অহরহ ঘটছে দুর্ঘটনা।

তারা আরও জানান, প্রতিদিন এ রাস্তা দিয়ে ট্রাক্টর, ভটভটি, অটোরিকশা, ভ্যান, বাইসাইকেল, মোটরবাইকসহ অসংখ্য যানবাহন চলাচল করে। ঝুঁকিপূর্ণ এ রাস্তায় চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে অনেকেই পুঙ্গুত্ব বরণ করেছেন।

এ অবস্থায় রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কারের দাবিতে স্বোচ্চার হয়ে উঠেছেন স্থানীয়রা। এ লক্ষে রোববার দুপুরে উপজেলার দোসতিনা গ্রামের অহিদ উদ্দিন উকিলের উঠানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মির্জা মাহবুব বাচ্চু, শিক্ষানবিশ আইনজীবী সোনিয়া সিমু, এনজিও কর্মি রওশন আরা, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রহিম, সোহেল আহমেদ তুফান প্রমুখ।

মতবিনিময় সভায় রাস্তাটি সংস্কারের দাবিতে আগামিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হবে বলেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।