তালতলীতে শীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে স্বামী পরিত্যাক্তা নারীর মৃত্যু

Loading

মৃধা শাহীন শাইরাজ, তালতলী (বরগুনা) প্রতিনিধি :বরগুনার তালতলীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে সুগন্ধা রানী (২৪) নামের এক নারীর মৃত্যু হয়েছে। উপজেলার চরপাড়া গ্রামের নিমাই শীলের স্বামী পরিত্যাক্তা মেয়ে সুগন্ধা রানীর রবিবার ভোর রাতে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় মৃত্যু হয়।

পারিবারিক সুত্রে জানা গেছে, শৈত্য প্রবাহের কারনে কনকনে শীতে উপজেলার চরপাড়া গ্রামের নিমাই শীলের স্বামী পরিত্যাক্তা মেয়ে সুগন্ধা রানী শনিবার সকালে বাড়ীর আঙ্গিনায় আগুন পোহাতে ছিল। হঠাৎ করে ওই আগুন পড়নের কাপড়ে লেগে সমস্ত শরীরেই আগুন ছড়িয়ে পরে। এতে তার শরীর ঝলসে যায়।

গুরুতর অবস্থায় সুগন্ধা রানীকে উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে তাৎক্ষনিক ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বঙ্গবন্ধু হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীণ অবস্থায় সুগন্ধা রানীর রবিবার ভোর রাতে মৃত্যু হয়।