রাণীশংকৈলে দুর্গাপূজায় থানা পুলিশের ব্যাপক তৎপরতা অব্যাহত
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলমান দুর্গাপূজা উপলক্ষ্যে থানা পুলিশ সুষ্ঠুভাবে পূজা পালনের লক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
এ উপলক্ষে ২৫ অক্টোবর রবিবার দুপুরে অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ শেখসহ বেশ কয়েকজন এস আই, এ এস আই, কনেস্টেবল সহ পুলিশের একটি টহল টিম পৌরশহরের কলেজপাড়া মন্দির, গোবিন্দ মন্দির, হাটখোলা সার্বজনিন মন্দির, পিপুলতলা মন্দর সহ উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। এ সময় রাণীশংকৈল পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন কুমার বসাক ও বিভিন্ন পূজা কমিটির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানা গেছে পৌর সভাসহ এ বছর উপজেলায় ৫৪ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল ২৬ অক্টোবর সোমবার বিজয়া দশমীতে দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে পুজা সমাপন হবে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সমগ্র উপজেলায় সুষ্ঠু শান্তিপূর্ণভাবে পূজা চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তেমন কোনো আশংকাও নেই প্রতিটি ইউনিয়নে আমাদের বিট পুলিশিং কার্যালয় থেকে মনিটরিং অব্যাহত রয়েছে। মন্ডপে মন্ডপে আনসার ও গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও প্রতিদিন বিশেষ পর্যবেক্ষণ টিম তদারকি করছেন।
দেবী বিসর্জন পর্যন্ত আমাদের আইন শৃংঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে।