রাণীশংকৈলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ছদ্দবেশ অভিযানে, অর্থদন্ড

Loading

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ প্রশাসনের গাড়ির শব্দে দোকানের ঝাপ ব্ন্ধ, গাড়ি পালালে দোকান খোলা এই কৌশলকে রোধ করতে, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১৫ এপ্রিল বুধবার বিকালে সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঠাকুরগাঁও, সোহাগ চন্দ্র সাহা ছদ্দবেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলায় সরকারি নির্দশনা না মেনে ৫ টার পর দোকান খোলা রাখা রোধে, ছদ্দবেশে মোটরবাইক নিয়ে হঠাৎ নেকমরদ বাজারে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ সাহা।

সেখানে ১ টি টিন, পিলার ও গ্যাস সিলিন্ডারের দোকান খোলা অবস্থায় পায়। পরে পুলিশ ডেকে ঐ দাকানদারকে ১০০০০/- টাকা অর্থদন্ড করেন এদিকে দঃ সন্ধ্যারই সাত ভাইয়ের মার্কেটের কাছে একই কৌশলে ১ টি কীটনাশকের দোকানে ৩০০০/- হাজার টাকা অর্থদন্ড করেন। অপরদিকে মীরডাঙ্গী মাঠে সামাজিক দূরত্ব বজায় না রেখে আড্ডা দেওয়ার অপরাধে একজন মোটরসাইকেল আরোহীকে ৫০০/- টাকা অর্থদন্ড সহ তিনটি মামলায় মোট ১৩৫০০/- টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহোযোগিতা করেন বরেন্দ্র উপ- সহকারি প্রকৌশলী আসাদুজ্জামান আসাদ ও থানা পুলিশ।