রাণীশংকৈলে পুলিশের জন-নিরাপত্তামূলক লিফলেট বিতরণ কর্মসূচি ।

Loading

হুমায়ুন কবির, (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রানীশংকৈল উপজেলায় ৯ সেপ্টম্বর সোমবার দুপুরে থানা পুলিশ নিরাপত্তা নিশ্চত করার লক্ষে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন।

সারা জেলা ব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে নিজেসহ সহযাত্রীর হেলমেট পরিধান করা, গতি নিয়ন্ত্রণ রাখা, ফিডার রোড থেকে মহাসড়কে উঠার সময় ডানে বামে দেখে নেয়া, স্ত্রী সন্তানকে সাথে নিয়ে বেপরোয়াভাবে গাড়ি না চালানো, বাইক চালানোর সময় মুঠোফোনে কথা না বলা, সর্বপরি ট্রাফিক আইন মেনে চলা। ঝুঁকিপূর্ণ ওভারটেক না করা,

বিষয়ক সচেতনতামূলক লিফলেট শতাধিক বাইক চালকের মাঝে বিতরণ করেন রাণীশংকৈল থানা পুলিশ। নিরাপত্তার ব্যাপারে আপনি , দায়িত্বশীল হোন, নিজে বাঁচুন, পরিবার ও আত্নীয়-স্বজনকে আনন্দে রাখুন এমন স্লোগানকে সামনে রেখে রাণীশংকৈল পৌর এলাকার শিবদিঘী মোড়ে তদন্ত ওসি খাইরুল আনাম ডনের নেতৃত্বে একটি পুলিশ টিম এ লিফলেট বিতরণ করেন ।

ওসি তদন্ত বলেন, এসপি স্যারের নির্দেশনায় এবং ওসি স্যারের সার্বিক সহযোগিতায় এ লিফলেট বিতরণ কর্মসূচি চলছে এবং জনগনের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টি হচ্ছে।