রাণীশংকৈলে ল্যাকটেটিং মাদার হেলথ ক্যাম্প অনুষ্ঠিত ।

রাণীশংকৈল, ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ “কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল” কর্মসূচির আওতায়, মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ হলরুমে ১২ নভেম্বর মঙ্গলবার এক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ইউএনও মৌসুমি আফরিদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম।

এছাড়াও এতে বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, প্রসূতি মা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আরো বক্তব্য রাখেন- মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা, সমাজসেবক এ জেড সুলতান, শিক্ষক ফরিদা ইয়াসমিন, ডাক্তার মুরাদ উল আলম খান, প্যানেল মেয়র সফিকুল ইসলাম মুকুল, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ারুল ইসলাম, সভাপতি ফারুক হোসেন প্রমুখ।

পরে হেলথ ক্যাম্পের বিভিন্ন সামগ্রী বিতরণ এবং মা ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএস আশরাফ আলী।