তালতলী ঘূর্ণিঝড়‘বুলবুল’ মোকাবিলায় মাঠে ছিল আনসার ।

Loading

মৃধা শাহীন শাইরাজ তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় সর্ব সময় মাঠে কাজ করে ছিল আনসার ও ভিডিপি সদস্যরা।তালতলী উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা (কমান্ড্যান্ট) মোঃ আবদার মোল্লার নেতৃত্বে উপজেলার বড়বগী ইউ,পি দলনেতা মোঃ শাহীন (শাইরাজ), পঞ্চকাড়ালিয়া ইউ,পি দলনেতা মোঃ ইদ্রিসুর রহমান, ছোটবগী ইউ,পি দলনেতা মোঃ আল আমিন, শারিকখালী ইউ,পি দলনেতা মোঃ মজিবুর রহমান, কড়ইবাড়িয়া ইউ,পি দলনেতা মোঃ দেলোয়ার হোসেন, নিশানবাড়িয়া ইউ,পি দলনেতা মোঃ আবু কালাম, সোনাকাটা ইউ,পি দলনেতা মোঃ ফারুক হোসেন সোনাকাটা কমান্ডার মোঃ জয়নালসহ বিভিন্ন এলাকায় মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করছেন আনসার ও ভিডিপি সদস্যরা।

জেলা আনসার ও ভিডিপির অফিসার (কমান্ড্যান্ট) মোঃ সেলিমুজ্জামান জানান, মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং করেছেন। ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষয়ক্ষতি এড়াতে সবাইকে সচেতন করেছেন। তালতলী উপজেলার সকল এলাকাবাসীকে সব ধরনের সহযোগিতা করতে আনসার-ভিডিপি সদস্যরা প্রস্তুত ছিলেন।