হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ১৪ জুন সোমাবার ৫ টি বড় আকারের গাঁজার গাছসহ আবুল আসাদ (৫৫) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
আসাদ পৌরশহরের কুলিকপাড়ার মৃত কাজিমউদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে গাঁজা ব্যবসায়ী আসাদ সকলের অগোচরে দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করে ব্যবসা চালিয়ে যাচ্ছিল। ঘটনার দিন দুপুরে পুলিশ গোপন সংবাদের ভিত্ততে আসাদের বাড়িতে অভিযান চালায়।
পরে আসাদের বাড়ি থেকে কাটা অবস্থায় ৫ টি গাছসহ ২৬ টুকরা ডালপালা জব্দসহ আসাদকে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে আসাদ নিজ বাড়িতে গাঁজা গাছ চাষ করে বিক্রি করছিল বলে পুলিশের কাছে স্বীকার করেন।
পরে এনিয়ে আসাদের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে তাকে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৫ টি গাঁজার গাছসহ একজনকে আটক করা হয়েছে। এবং আসামীকে জেলা জেল থাজতে প্ররণ করা হয়েছে।