রাণীশংকৈলে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Loading

হুমায়ুন কবির রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১৪ জুন সোমবার বিকেলে পৌর শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক, অনুর্ধ-১৭)’ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা,অনুর্ধ ১৭)’ র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় কাশিপুর ইউনিয়ন একাদশ পৌরসভা এক্দশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। একমাত্র গোলটি করেন কাশিপুর দলের খেলোয়াড় রাসেল । খেলা শেষে ওই স্টেডিয়ামে সহকারি কমিশনার,ভূমি (ভারপ্রাপ্ত ইউএনও) প্রীতম সাহার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান-শাহরিয়ার আজম মুন্না ।

বিশেষ সম্মানিত অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, মহিলা ভাইস চেয়ারম্যান-শেফালী বেগম, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও কাশিপুর ইউপি চেয়ারম্যান-আব্দুর রউফ। এ ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক নেতা, ক্রীড়ামোদি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপস্থাপনা করেন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। খেলা পরিচালনা করেন বাফুফে প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি জয়নুল আবেদীন ও সুগা মুরমু। ধারা বর্ণনায় ছিলেন জুয়েল রানা। পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি প্রদান করা হয়।