রোগাক্রান্ত কুকুরদের কে ঔষধ প্রয়োগ ও খাবার বিতরণ করলো “জাগ্রত তারুণ্য-(সাভার ইউনিট)

Loading

সাভারের পল্লীবিদ্যুৎ এলাকায় ত্বকের রোগাক্রান্ত কুকুরদের ঔষধ ও খাবার দিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন – জাগ্রত তারুণ্য (সাভার ইউনিট) এবং “সেইফ মেডিসিন বাংলাদেশ”।

রবিবার সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত সংগঠনের স্বেচ্ছাসেবীরা পল্লীবিদ্যুৎ এর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এ কার্যক্রম চালায়। সংগঠনটি নিয়মিত বিভিন্ন ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে থাকে।

২০১৭ সালে বরিশালে প্রতিষ্ঠিত সংগঠন “জাগ্রত তারুণ্য” ইতোমধ্যে তাদের কার্যক্রমের জন্য বাংলাদেশ সরকার ও সিআরআই প্রদত্ত ” জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড-২০২০” অর্জন করে।

এ ব্যাপারে জাগ্রত তারুণ্য (সাভার ইউনিট) এর সাধারণ সম্পাদক-আরবাজ (রুমান) বলেন। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, কিন্তু এসব অবলা প্রাণীদের কথা কেউ ভাবে না। এরা রোগাক্রান্ত হয়ে পঁচে ধু্ঁকে ধুঁকে মারা যায়। তাই এদের জন্য আমাদের এই ব্যতিক্রমী উদ্যোগ ।