প্রচ্ছদঅপরাধসাভারে এক নারীকে ধর্ষণের অভিযোগে সাজ্জাদ হোসেন সজল নামের এক মুদি দোকানদার...
সাভারে এক নারীকে ধর্ষণের অভিযোগে সাজ্জাদ হোসেন সজল নামের এক মুদি দোকানদার আটক ।
বিপ্লব ,সাভার ঃ সাভারে এক নারীকে ধর্ষণের অভিযোগে ,সাজ্জাদ হোসেন সজল নামের (২১) এক মুদি দোকানদারকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে সাভারের ব্যাংকলোনী এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। আটক ধর্ষণকারী ওই এলাকার বাদশা মিয়ার ছেলে।
পুলিশ জানায় গত কয়েকমাস ধরে ব্যাংকলোনী এলাকায় ওই নারীকে বিয়ের প্রভোলন দেখিয়ে ধর্ষণ করে আসছিলেন ওই নারীর প্রতিবেশী মুদি দোকানদার সাজ্জাদ হোসেন সজল। পরে ওই নারী অন্তঃসত্ত¦া হয়ে পড়লে সাজ্জাদ হোসেন সজলকে বিয়ের জন্য চাপ দিলে সে ওই নারীকে মারধর করে বিষয়টি কাউকে জানালে তাকে হত্যা করে গুম করার হুমকি দেন। সেই সাথে ওই নারীর মাথার চুল কেটে দিয়ে দিয়ে তাকে মধ্য যুগীয় কায়দায়ও নির্যাতন করে।
পরে ওই নারী গতকাল রাতে সাভার মডেল থানায় উপস্থিত হয়ে ওই মুদি দোকানদারকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। পরে সকালে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
এদিকে ধর্ষণের শিকার ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
আটক ধর্ষণকারীকে দুপুরে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানার এস আই অপূর্ব দাস।
অন্যদিকে সাভারের তেঁতুলঝোড়া এলাকায় অজ্ঞাত এক গাড়ি চাপায় অজ্ঞাত (৩০) এক যুবক নিহত হয়েছে।