সাভারে কিস্তির টাকা সময়মত পরিশোধ করতে না পারায় লুটপাট করলেন এনজিওর কর্মকর্তারা
বিপ্লব ,সভার ঃ সাভারে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় একটি ঔষধ ফার্মাসিতে হামলা চালিয়ে লুটপাট করেছে একটি এনজিওর কর্মকর্তারা।
গতকাল রাত সাড়ে দশটার দিকে সাভার পৌর এলাকার মুক্তির মোড় এলাকায় মুক্তি ফার্মেসিতে হামলা ও লুটপাট চালায় নয়ন মনি নামের একটি এনজিওর কর্মকর্তারা। ভুক্তভোগী ফার্মেসি মালিক সেলিম মিয়া জানান গত কয়েক মাস আগে তিনি ব্যবসার কাজের জন্য ওই এলাকার নয়ন মনি নামের একটি এনজিও থেকে প্রথমে বিল হাজার ও পরে পঞ্চাশ হাজার টাকা লোন নেন স্ত্রী লিপি আক্তারের না।
করোনাভাইরাস এ ব্যবসার অবস্থা নাজুক হওয়ায় কিস্তির টাকা সময়মত পরিশোধ করতে না পারায় গতকাল রাত সাড়ে দশটার দিকে ওই ফার্মেসিতে হামলা চালিয়ে প্রায় সাড়ে চার লক্ষ টাকার ঔষধ ও মালামাল লুটপাট করে নয়নমণি এনজিওর কর্মকর্তা নজরুল ও তার সহযোগীরা ।এসময় ঔষধ লুটপাঠ করতে বাধা দেওয়ায় ফার্মেসির মালিক সেলিম মিয়া কে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করেন তারা।
এ ঘটনায় গতকাল রাতেই নয়নমণি এনজিওর কর্মকর্তা নজরুল ইসলামের নামে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন ফার্মেসি মালিক সেলিম মিয়া। এলাকাবাসীর অভিযোগ ওই এনজিও বিভিন্ন অসহায় মানুষদের মাঝে চড়া সুদে ঋণ প্রদান করে সর্বত্র লুটিয়ে নিচ্ছে। এলাকাবাসী ওই এনজিও কর্মকর্তাদের কঠোর শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ ওসি এ এফএম সায়েদ বলেন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।