সাভারে সক্রিয় কিশোররা ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাবে অপরাধে জড়াচ্ছে : জাহিদুল ইসলাম জাহিদ(বিপিএম.পিপিএম)
জাহিদুল ইসলাম অনিক,সাভারঃ ভয়ঙ্কর হয়ে উঠছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। রাজধানী ঢাকাসহ সাভারে বিভিন্ন এলাকায় স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরা ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে চুরি, ছিনতাই, মাদকসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে।
শুধু তাই নয়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এক গ্রুপের সদস্যরা অন্য গ্রুপের সদস্যদের খুন করতেও দ্বিধাবোধ করছে না। পারিবারিক শিক্ষা, করোনাভাইরাসের কারণে দীর্ঘ দিন থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা ও নৈতিক শিক্ষার অভাবে কিশোররা এমন অপরাধে জড়িয়ে পড়ছে বলে মনে করছেন সাভার হেমায়েতপুর এর ট্যানারি পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জাহিদ (বিপিএম.পিপিএম)।
তাই জনসচেতনতার জন্য হেমায়েতপুরে বিভিন্ন মসজিদে মুসল্লিদের মাঝে পুলিশের উদ্যোগে কিশোর গ্যাং ও মাদকবিরোধী আলোচনা সভা করা হয়।
পুলিশের এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সেখানে বসবাসরত জনগণ।
এ সময় হেমায়েতপুর ট্যানারি পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জাহিদ মুসল্লিদের উদ্দেশে বলেন, আপনাদের আশপাশে কোনো অপ্রীতিকর ঘটনা দেখামাত্রই আমাদের জানাবেন, আমরা পুলিশ আপনার তথ্য গোপন করে, তাদের আইনের আশ্রয় নিয়ে আসব।