সাভারে  সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রী নিহত আহত ১০।ভিডিও সহ।

স্টাফ রিপোর্টার : সাভারে  সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১০ জন।

শুক্রবার দুপুরে ঢাকা আরিচা সহাসড়কের রেডিও কলোনী  এলাকায় এই  দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায় দুপুরে রাজধানীর ঢাকা থেকে ছেরে আসা মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহি বাস সাভাররের ঢাকা আপিচা মহাসড়কের রেডিও কলোনী এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে আইল্যান্ডের উপরে উল্টে যায়।

এসময় বাসের ভিতরে থাকা দশ যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা  দ্রæত আহতদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভার্তি করে। এসময় কর্তব্যরত চিকিৎসক  গুরুতর আহত শিল্পী আক্তারকে মৃত ঘোষনা করেন।

এঘটনায় পুলিশ মৌমিতা বাসের চালক জাহিদ মন্ডল ও বাসটি আটক করেছে। নিহত শিল্পী কুমিল্লার দেবীদ্বার থানার গুনাই নগর গ্রামের মৃত শাহ আলম মুন্সীর মেয়ে।