সাভার উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে গণসংযোগ ও পথসভা করেছেন মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মঞ্জুরুল রাজীব ।
বুধবার দুপুরে সাভার উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোয়ন প্রত্যাশী সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মঞ্জুরুল আলম রাজীব একটি গাড়ি বহর নিয়ে ঢাকা আরিচা মহাসড়ক সহ বিভিন্ন সড়ক পদক্ষিন করে আশুলিয়া ইয়ারপুর ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেন।
পরে পাথালিয়া ইউনিয়নে গিয়ে গণসংযোগ ও পথসভা করে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে সবার কাছে দোয়া ও নৌকা মার্কায় ভোট চান তিনি।
গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মঞ্জুরুল আলম রাজীব, কেন্দ্রীয় যুব লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ সায়েম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ লিয়াকোত হোসেন, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহম্মেদ মাষ্টার, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ দেয়ান, বনগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, তেঁতুলঝোরা ইউনিয়ন যুব লীগের সভাপতি হাজী আব্দুল কাইয়ুম, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শেখ মোঃ আলতাব হোসেনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।