করোনার কারণে ধামরাইয়ের ঐতিহাসিক রথ উৎসব স্থগিত।

Loading

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাবে গোটা বিশ্ব নিস্তব্ধ।

করোনার থাবায় কারণে বিশ্ব ঐতিহ্য উপমহাদেশ খ্যাত ধামরাইয়ের শ্রী শ্রী যশোমাধব দেবের এবারের ঐতিহাসিক রথযাত্রা ও রথমেলা স্থগিত ঘোষনা করা হয়েছে।

স্থানীয় প্রশাসন থেকে রথযাত্রা অনুষ্ঠিত করার জন্য কোন অনুমতি পাওয়া যায়নি।এমনি শুধুমাত্র বিগ্রহ গুলোকে রথটান ছাড়া অন্য মাধ্যমে ধামরাইয়ের যাত্রাবাড়ী মন্দিরে নিয়ে যাওয়ার অনুমতি পাওয়া যায়নি। উল্লেখ্য শ্রী শ্রী যশোমাধব দেবের এই ঐতিহাসিক রথযাত্রা অনুষ্ঠানটি বিশ্বের দ্বিতীয় বৃহওম ও বাংলাদেশের সবচেয়ে বড় রথযাত্রা উৎসব শ্রীশ্রী যশোমাধব দেবের রথোৎসব।

এ ব্যাপারে ধামরাই শ্রীশ্রী যশোমাধব মন্দির ও রথোৎসব উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী নন্দ গোপাল সেন বলেন বিশ্বে যে করোনা ভাইরাস নামক এক ভাইরাস থাবা দিয়েছে তার থেকে বাদ যায়নি বাংলাদেশও তাই করোনার মহামারীর কারণে এ’বছর রথযাত্রা অনুষ্ঠিত হবে না। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে শুধুমাত্র বিগ্রহ গুলো যেন শ্রী শ্রী যশোমাধব সহ অন্যান্য বিগ্রহ গুলো তার মাসির বাড়ি শ্রীশ্রী যশোমাধব দেবের যাত্রাবাড়ী মন্দিরে নেওয়া যায়।