কুমিল্লা জেলা পুলিশ সুপারের উদ্যোগে ২৭ করোনা জয়ী পুলিশ স্বেচ্ছায় প্লাজমায় ডোনেট

Loading

এ আর আহমেদ হোসাইন,কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি :”এগিয়ে আসছে করোনা জয়ী পুলিশ প্লাজমায়, বাঁচুক অন্যের জীবন জাগ্রত মানবতায়
দৃঢ় হোক পুলিশ-জনতা বন্ধন।”

এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ লাইনে সফল পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম বিপিএম(বার)পিপিএম’র ডাকে সাড়া দিয়ে জেলার ১৭ টি উপজেলার করোনা আক্রান্ত পুলিশ সদস্য যারা করোনা যোদ্ধে জয়লাভ করেছেন এবং পূর্ন সুস্থ হয়ে নিজ স্বেচ্ছায় মানবতার পাশে দাড়াতে প্লাজমায় ডোনেট দানে এগিয়ে আসছেন বাংলাদেশ পুলিশ- ব্লাড ব্যাংকে।

বৈশ্বিক মহামারী করোনায় যেমনটা ক্ষতি করছে তেমনি মানবতার সেবায় মানবধরদী ‘মানুষ’ মানুষের পাশে দাড়িয়েছে। মানবতার ভালোবাসার জয়ে জয়ী হউক করোনা আক্রান্ত মানুষ।

ওই মহৎ উদ্যোগকে হৃদয়ে গ্রহন করে জেলার সফল পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম ২৭ জন প্লাজমায় ডোনেট দানকারী পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। করোনা মোকাবেলায় শুরু থেকে ব্যতিক্রম উদ্যোগ গ্রহন করে যাচ্ছেন জেলার ওই পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম।

ওই সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ তানভীর সালেহীন, অতিরিক্ত পুলিশ সুপার সদর দপ্তর মোহাম্মদ নাজমুল হাসান, নবনিয়োগযুক্ত এডিসনাল (এসপি) শাহরিয়া মোহাম্মদ নিয়াজ প্রমুখ।