ঝালকাঠিতে ইয়াবাসহ এক কলেজছাত্রকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ

Loading

সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠি মনোহারীপট্টি থেকে এক কলেজছাত্রকে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।গত ২৫/১২/২০১৯ইং তারিখ বুধবার সন্ধ্যায় শহরের মনোহারীপট্টির লাকী আয়রন স্টোর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কলেজছাত্র রিয়াদ হোসেন (১৯) লাকী আয়রন দোকানের কর্মচারী এবং বিনয়কাঠি ইউনিয়নের মানপাশা গ্রামের মিজানুর রহমানের ছেলে। ঝালকাঠি সরকারি কলেজে লেখাপড়ার পাশাপাশি দোকানে কাজ করতেন রিয়াদ।

ঝালকাঠি ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মনোহারীপট্টির লাকী আয়রন স্টোরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানের কর্মচারী রিয়াদকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়।

স্বীকারোক্তি অনুযায়ী তার দোকানে লুকায়িত এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।