ঝালকাঠিতে জেলা ডাকাত দলের ৫ সদস্য আটক ও স্বর্নালংকার উদ্ধার।
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা পুলিশের ঐকান্তিক চেষ্টায় চুরির মামলার দায়ের করার ২৪ ঘন্টার ব্যবধানে আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে। চুরি হওয়া প্রায় দুই ভরি স্বর্নালংকার এবং একটি এয়ারগান উদ্ধার করেছে ,জেলা পুলিশ।২৯/০১/২০২০ইং তারিখ বুধবার দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে প্রেসব্রিফিং এ কথা জানান,পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।
আটককৃত ডাকাত দলের সদস্য’রা হল বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার মো:ইসমাইল খানের ছেলে মো:শহিদ খান(৩৭), নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর শশুরালয় থেকে আটক করেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হালিমার চর এলাকার আজাদ মিয়ার ছেলে এনাম হোসেন(৩০), পটুয়াখালী জেলার বাউফল উপজেলার অমুল্যদাশের ছেলে অরুন দাশ(৩৮), ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সূর্যপাশা এলাকার আ:করিম হাওলাদার এর ছেলে মো:পিন্টু হাওলাদার (৩০), একই উপজেলার খেজুরিয়া এলাকার আ:রশিদ হাওলাদারের ছেলে মো:ইমরান হোসেন(২৮)।
পুলিশ সুপারের সভাপতিত্বে এ প্রেসব্রিফিংএ অতিরিক্ত পুলিশ সুপার সাদর সার্কেল এম এম মাহমুদ হাসান( পিপিএম সেবা), নলছিটি থানার অফিসার ইনচার্জ সাখয়াত হোসেন,তদন্ত কর্মকর্তা আ:হালিম তালুকদার, এস আই হুমায়ুনসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।